প্রতীক ঘোষের কবিতা
ছবিঃ যোগেন চৌধুরী
রাই-বিরহকথা ১
শুনো ব্রজবালিকা
গাঁথি কুসুমমালিকা
কেন যাও ফিরে ফিরে
বরষণ দিন মেঘ আসে ঘিরে
বিরহ দিবস কাটে না যাম,
পশু-পক্ষীকুল সকলে আসে ফিরে
কেন আসে না ঘনশ্যাম...
এখন নিঃস্পন্দ রাত থেকে নিঃস্পন্দ রাত নেমে আসে নিঃসাড়ে। এখন দেখি যমুনায় গভীর রাতে রাজহাঁসের পালকের মতো মসৃণ জ্যোৎস্না জল থেকে ফেনা উঠে আসে। আমি সেই ফেলে আসা মোহন-বাঁশি যে তোমাদের এমন রাতেই বহুবার ডেকে এনেছি। দেখেছি মেঘের মতো রঙিন চেলি-কাপড়ের উড়ে আসা। মখমলের ভিতর কেমন নিস্পন্দ মাংস আর আদিম গোপন ইশারা। সেসব কান্না-জল আমি গোপনে গিলে নিয়েছি। উষ্ণ কপালে হাত রেখে দেখেছি আমার কররেখা মিলিয়ে গেছে। এখন এভাবেই রাত্রি পালটে পালটে যাবে। নদী থেকে উঠে আসবে লালা-ঝরানো গোসাপ আর ফুলে ওঠা মৃতদেহ। কদমবনে ভেসে বেড়াবে মৎস্যগন্ধ।
পার্সোনা
ব্যথার সমাস নেই
বরং বিপ্রতীপে হাহাকার আছে
তোমার শরীরে হাত রেখেছি
শুনেছি কান্নার গাঢ় পতনশব্দ
কতো সান্দ্র উষ্ণতা
তোমার শরীর থেকে আমার হাত
শুষে নিয়েছে।
চেরি ফলের মতো লাল উল্লাস
স্পন্দহীন মাংসের রাত
এসব ছেড়ে এখন এসো
এসো আলোঅন্ধকারে, এসো অলিন্দদুয়ারে
এসো আমরা বরং নগ্ন হাত পায়ে
নোনাজলে পায়ের পাতা ভিজিয়ে নিই খানিক...
ঝাউবনের ওই মসৃণ রোদ একদিন বলে দেবে
আমাদের সম্পর্কের তাপ কতোখানি নিবিড়
হোটেল ক্যালিফোর্ণিয়া
অন্ধকার টানেল আর ক্যাকটাসের জঙ্গল – এই তো আমার জীবন। এর বেশি তো আমি চাইনি ডিয়ার গড। তবে কেন দিগন্তে প্রচ্ছন্ন আলো...ঠোঁটে ঠোঁট অবিরল চুমুর ভিতর কেন আস্তিনে লুকোনো ছুরি। এই প্রশস্ত নীরবতা আর খুন জখমের মধ্যে এক মাকড়সা বাসা বাঁধে আর তোমাকে আমাকে কুরে কুরে খায়। কঙ্কাল প্রতিবিম্ব দেখি। প্রেমিকের হাতে বেশ্যার দালালের গন্ধ আর ঝাঁঝালো মদের বিনিময়। মাস্টারবেশনের মতো তেলতেলে এই শহরে আমি সেই জংলি প্রজাপতি। মাঝে মাঝে মাকড়সার জালে আটকে বুঝেছি সেখানে প্রেমিকার বুকের গন্ধ লেগে আছে।
রাই-বিরহকথা ২
না পাওয়ার মধ্যে কি অমোঘ শীতলতা আছে
পেয়ারার নরম মাংসের ভিতর বীজের মতো ফোটে
যেন বা জল... ভঙ্গুর রমণীর বুকে
শীত নেমে আসে গোবর্ধন থেকে
যূথিকা-পুষ্পে ভ্রমরের গান এক অশ্লীল উল্লাস
এসবের মধ্যে এক ভারি গোসাপ
জলের সর কেটে ভেসে যায় আর
জিভ থেকে হাওয়া চেটে মেপে নেয় অন্ধকারের গভীরতা
হে রাইকিশোরী... তুমিও বুকের শীতলতায় হাত রেখে দেখ
বিরহের ভিতরে কতোটা গাঢ় নৈঃশব্দ আছে
নকিং অন হেভেনস্ ডোর
এই অসহ্য জ্বালা আর নেওয়া যায় না মা
হাড় মাংসের ভিতর এই প্রবল বিরোধিতা
পাঁজরের ভিতরে রক্ত পড়ে...
আমি চিতাকাঠের ফাঁক থেকে মুখ তুলে দেখি
কৃষ্ণা-দ্বাদশীর আলোয় কতো অসংখ্য শেয়াল
সে সব জমে থাকা রক্ত চেটে খাচ্ছে
কে তুমি খুনি
কে তুমি এতো হননরক্ত রাষ্ট্রের পা চেটে খাচ্ছো
কৃত্রিম সাপের চেরা জিভ থেকে বিষ ঝরে
কোমল জানাজার পাশে তার বিষের থলি পড়ে আছে
এই সন্ধ্যাই এই বছরের শেষ...
নিষ্প্রভ ব্রহ্মাণ্ডের পেটে আমার সাজানো চিতাকাঠ
আর পাঁজরের খাঁচায় এসে জমে
শতাব্দীর শেষ প্রজাপতির ছেঁড়া ডানা
ভালো লাগল।
উত্তরমুছুন❤❤❤
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন