সব্যসাচী মজুমদারের কবিতা
Edvard Munch |
তোমাকে বরফের দিকে নিয়ে যেতে যেতে
সমতলে বৃষ্টি এসে গেছে
এসেছে পাতা টোপানো জল
আমাদের ঠোঁট নেই
সমস্তই সংবদল
রয় না
একটি একটি উৎসব শেষ হয় আর একজন
সমুদ্রহীন আহত রয়ে যায়
প্রত্যেকটা উৎসব শেষে
একএকজন নুনে মিশে যায়
আমাদের বলে যায়না কখনও
অথচ আমাদের শীতবোধে
কত সারারাত! কত না ধোঁওয়া
নিরুপম ঘরের ভেতর
আমাদের ক্রমাগত ছুঁয়ে ছুঁয়ে
গর্ভমোচা ফেনা পড়া ঘ্রাণ
ঘনিয়ে উঠছে। যাকে শুধু চেয়েছিলাম।
যার নেপথ্যে কেউ রয়না
প্রসূতির মতো
আরও একটা সূত্রে আছে–
বহমান প্রসূতির মতো
আরও সূত্র আছে –
গাছে গাছে আলোর বারোয়াঁ
ঘরবাড়ি ভরে যায় রহস্যময় ইনক্লাবে
বৃষ্টি নামে
সন্তর্পণে
প্রশম দিবসে
আরও একটা সূত্র আছে–
হত্যার পরে দেহ নুনেই জমাবে
তোতা কথা বলে
মাঝখানে
দিন আনা
তোতা কথা বলে
তোমার অনেক স্রোতের মতন
যে কোনো দিকে
আমাদের বাড়ি
আমাদের কবুতর
অথবা বুলবুলি
আমাদের তোতা কথা বলে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন