একটি বিশেষ নিবেদন হাউ ডু ইউ ডু ভৌ ডেকেছে কুত্তা ব্যাটায় ম্যাঁও ডেকেছে বিল্লিতে স্বদেশপ্রেমের লাগল হিড়িক পাহাড় থেকে দিল্লিতে প্রেমের জোয়ার এমন গোঁয়ার উলটে গেলো ছিপ ডিঙি পড়ল জ্বালে বোয়াল মাগুর ট্যাংরা পুঁটি কই শিঙি এসব আমিষ ঠুনকো রাবিশ হাক্কা নুডুল ম্যান্ডারিন পাকিস্তানের সঙ্গে লুডো চুকিতকিত খেলায় চিন কার তাতে কী আমার ঢেঁকি স্বর্গে গিয়েও ব্যেওসা চায় কয়লা কালি পাথর বালি বিক্রিবাটার ভীষণ দায় দেশ যদি সব বুঝতে পারে হয় যদি সব না-পসন্দ এই দেখোনা স্বদেশপ্রেমের পর্দা দিয়ে করছি বন্-ধ এই পাশে সব সৈন্য শহিদ ওই পাশে ধায় আম্বানি বিক্রিবাটা জোয়ারভাটা রপ্তানি আর আমদানি শুভাশীষ ভাদুড়ী ঋণ স্বীকার ও ব্লগজিনের সদস্য বন্ধুরা দীপঙ্কর বাগচী, প্রসূন মজুমদার, আনন্দী চট্টোপাধ্যায়, সৌভিক বসু ও অর্ণব চৌধুরী
সাহিত্য ব্লগজিন