সম্পাদকের কলমে
ক্যালেন্ডারে গীষ্মকাল হলেও এখন আকাশে আর তেমন প্রখরতা দেখা যাচ্ছে না। যেন এই অতিমারী সংশয়ের ভিতরে এ-সমাজের এক শ্রেণীর দুর্দশার আক্ষেপ কিছুতেই ঘোচাতে পারছে না প্রাচ্যের আকাশ। সুবিধাভোগী মানুষের উৎপাত এপ্রকৃতি যেন কিছুতেই ক্ষমা করতে পারছে না, ক্রমশ ফুঁপিয়ে উঠছে আরও। দেশ-রাজনীতি আর বুর্জোয়ার দালালরা এখনো যে যার মুনাফা অর্জনের প্রচেষ্টায় আছে। এমনকি স্থূল মানবিকতা দিয়ে সামাজিক ভাবে মহান হতে চাওয়া একদল কবি-সাহিত্যিকেরাও এরই মধ্যে বিপণি হয়ে উঠতে চায়। তাদের প্রশ্ন নেই, অথচ তারা স্পষ্ট করে ভাবেন যে তারা এই সভ্যতার এক অনিবার্য সৃষ্টি।
আজ মঙ্গলবার আকাশে ফের পাখির ওড়াউড়ি। এইসবের ভিতরেই তারা গান গাইছে। অসংখ্য বোবা মানুষের হয়ে ভোর থেকে রাত পর্যন্ত কী যেন গেয়েই চলেছে...
খুব ভালো বক্তব্য। আমিও বিশ্বাস করি,- "সুবিধাভোগী মানুষের উৎপাত এপ্রকৃতি যেন কিছুতেই ক্ষমা করতে পারছে না, ক্রমশ ফুঁপিয়ে উঠছে আরও।"
উত্তরমুছুন