ছবি সৌভিক বসু
সৌভিক বসুর কবিতা
ভূপর্যটক
১
এভাবেই ঘুরতে ঘুরতে একদিন লাশ হয়ে যাবে। তোমার অতি প্রিয় কাপড়ের টুপি ইঁদুরে খেয়ে ফেলেছে। তেমন কোনো ভয় বা আতঙ্ক গ্রাস করতে পারেনি তোমায়, জলের অভাবে অথবা জ্বরে অনেকদিন ভুগে মারা গেছে যারা তাদের নাম মনে তো পড়বেই। জীর্ণ তাবুর ভেতরে এসব ভাবতে ভাবতে, হে ভূপর্যটক, মৃত্যুর পর এক ঐতিহ্যবাহী হাওয়া তোমাকে নিয়ে যাবে অন্য এক জীবনের দিকে, যেখানে কেউ কোনোদিন গাছ কেটে তীর্থে যাবে না...
২
আকাশের দিকে চোখ রেখে শুয়ে ছিলে সারারাত। গায়ে ছিল তাপ্পি মারা শার্ট আর ঢলঢলে পাজামা ধুসর, অবাধ্য শিশুর মতো বৃষ্টি তোমাকে তচনচ করে ভোরবেলা থেমে গেলো। এখন কেউ নেই তোমাকে গালমন্দ করার, আগুন জ্বালাবার মতো কাঠ সেও তো নেই- পিঠের ঝোলা থেকে ডায়েরি আর পেন্সিল বের করে নতুন একটা চিঠি লিখতেই পারো। বলতেই পারো, হে সভ্যতা, আমাকে উদ্ধার করো সমস্ত দুর্যোগ থেকে। পায়ের বুড়ো আঙুল থেকে একশ হাত দূরে একটা নেকড়ে মাটিতে নাক দিয়ে গন্ধ শুকছে, তোমার আদর্শ ভ্রমণের পথ যেকোনো সময় ফুরিয়ে যেতে পারে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন