স্রোতস্বিনী চট্টোপাধ্যায়'র কবিতা
হাওয়া
ঘাটে বাঁধা নৌকোগুলি দুলে ওঠে জলের কিনারে
শ্মশানের ধার ঘেঁষে গল্পগাছা শেষ হয়ে এলে
শবদেহ পুড়ে যায় নিভে আসে কাঠের আগুন
একা ডোম বসে থাকে,বাকি কাজ মনে মনে সারে
ধুলো ওড়ে, নিরাপদে ফিরে যায় বন্ধু পরিজন
নৌকোগুলি অবিকল চাঁদের মতন মনে হয়
জলে কেউ ফেলে দিয়ে, চলে গেছে দূরের পাড়ায়
মায়াবী জ্যোৎস্নায় মোড়া,নিশ্চুপ,রূপোলি শিহরণ
যেন ওই আলোটুকু মানুষের প্রবল আশ্রয়
এই তবে জাদুখেলা পুড়ে যাওয়া দেহের ওপর
জন্মের কাছেও এসে মাঝেমাঝে ছেলেখেলা করে
কার ঘরে লণ্ঠনের ছায়া পড়ে উস্কে ওঠে ভয়
তবে কেউ জেগে আছে রাত্রি তার শিয়রের কাছে
বুনো হাওয়া পাক খায় বাড়িটির আনাচে কানাচে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন