আনন্দী চট্টোপাধ্যায়'র কবিতা
দ্বন্দ্ব
সঠিক সময় এলে সামনের রাস্তা নদী হয়ে উঠবে
এখন চোখের সামনে কেবলই দলা পাকানো ছবি
আর দোমড়ানো দৃশ্য
একদিন এইসব দৃশ্য শুকনো ফুলের মত ঝরে পড়তে দেখব
সহজের দিকে নিরন্তর ছুটে যেতে চেয়ে মুখ থুবড়ে পড়েছে হরিণ
তার শরীরের সোনালী মিশে যাচ্ছে আকাশে
একদিন আকাশ ও মাটিকে সাজিয়ে নেওয়া হবে ঠিক
মাটির দুপাশে এখন এলোমেলো, অস্পষ্ট শব্দ
ফুরিয়ে আসার ভয়, অথবা যা শুরুই হয়নি কোনোদিন
দ্বন্দ্ব
সঠিক সময় এলে সামনের রাস্তা নদী হয়ে উঠবে
এখন চোখের সামনে কেবলই দলা পাকানো ছবি
আর দোমড়ানো দৃশ্য
একদিন এইসব দৃশ্য শুকনো ফুলের মত ঝরে পড়তে দেখব
সহজের দিকে নিরন্তর ছুটে যেতে চেয়ে মুখ থুবড়ে পড়েছে হরিণ
তার শরীরের সোনালী মিশে যাচ্ছে আকাশে
একদিন আকাশ ও মাটিকে সাজিয়ে নেওয়া হবে ঠিক
মাটির দুপাশে এখন এলোমেলো, অস্পষ্ট শব্দ
ফুরিয়ে আসার ভয়, অথবা যা শুরুই হয়নি কোনোদিন
বাহ।
উত্তরমুছুন