তৌহীদা ইয়াকুবের কবিতা
রূপান্তর
অজানা দিন এসে জাপ্টে ধরে বসে যায়
পুরাতনী রোদে।
পৃথিবীর রুপান্তর-সময় মহা যজ্ঞের মতো,
পাশাপাশি পড়ে থাকে
নিদালির ঘোর নিয়ে অসার অলসতা।
জানা অজানায় জাগতিক আবর্তে
সরল ও গরল সম্ভাষণ
আহত করে প্রাচীন অভিমান।
বৃত্তস্থ খরতা বিভক্ত করে জীবনের ধারাপাত ।
তারপর একে একে
নির্জন নিঃসঙ্গ মন খারাপের বিপন্ন সময়
গিলে নেয় যাবতীয় আলো ,
দিগন্তে ছড়ানো হিরেকুচি বৈভব।
মুখস্ত রাত্রি-দিন
অন্ধকার ও স্তব্ধতায় জন্মালো যে অনুভব
ভুলে যেতে হয় তাকে ।
সূক্ষ্মতম অনুনাদ প্রতিদিন বিদ্ধ করে যত
তারচেয়ে বেশী বৃত্যস্থ কটাক্ষের বাঁজখাই শব্দ দূষণ।
বিসর্জনের সুর শুধুই কোলাহল
তাতে ছেড়ে যেতে হয় উন্মুখ দিগন্ত
নোনা জল , কুড়োনো ঝিনুক।
এই সব মুখস্ত দিন রাতের ভিতর
বাদামি খড়ের পাখি
স্বপ্নের নিপুণ বুনন নিয়ে আসে যদি
আমাদের ভেবে নিতে হয় -
আলোর মুখোশ মানে প্রকট আন্ধকার। তবুও -
রূপান্তর অনায়াসে আমাদের বিভ্রান্ত করে।
আমাদের যৌথ দিন
প্রায়ই আমাদের যৌথ দিন অসুখে পরে,
তুমি সুস্থ আয়ুর ধারনা নিয়ে,
জানালায় রোদ-হাওয়ার তাবিজ ঝুলিয়ে রাখো।
আমাদের সুখী পারিবারিক পটভূমি দূর বন্ধুর কাছে দুর্বোধ্য ঠেকে।
কতটা কুয়াশা জড়ানো অন্ধকার
আর অন্ধকার জড়ানো উৎসবের ঝালোরে
কেটে গেছে রাত জাগা বাজেয়াপ্ত বাসর।
এইসব গল্প পৃথিবীতে প্রেমহীম মন্নন্তর টেনে আনে।
প্রসঙ্গ পাল্টে নিয়ে আরো কিছু পথ হেঁটে যেতে পারো।
সহমতে ও আশ্বাসে পাশ থেকে বদলে গেছে হাজারো মুখোশ
এবং বলে যাওয়া গল্পের পর মরে যায় বারোয়ারি আত্মিয়তা।
আমাদের কয়েকটা দিন রোদে পুড়ে গেছে ,
কয়েকটা দিন জমে গেছে হিমাঙ্কের নিচে।
অথচ কেটে গেছে , কেটে যায় হে -
এখন সমুলে উঠে আসে ছায়া সমেত
জড়িয়ে থাকার হিম অবসর।
শুধু প্রেমময় সুধা দৃশ্যে
আমাদের কত কত দিন মনে পড়ে।
অবেলা
এখন ক্রমশ রোদ-তাপ আর
বেড়ে যাওয়া দিনের পরিধিতে
ঝড়-জল বিরতির প্রচারিত খবর।
তার পাশে পরে থাকা এক পর্ব সময়
কবিতার বিপুল বৈভবে ছুঁয়ে যায় আমার অবেলা।
প্রাণপণ ধরে রাখি, রেখে দিতে চাই
ভিখিরি মত দৈন্যের দায় নিয়ে-
দেখি পার্কের বেঞ্চি থেকে উঠে
চলে যায় পড়ন্ত বিকেল।
বাসনা
অজুহাত ভাল দেখায় না
অতৃপ্তির ধোঁয়া কুয়াশায় ঝুলে থাকে
প্রতিদিন উনোনের ঘুম আগুনের উৎসমুখ দেখবে বলে
কফিশপ ঘুরে আসে।
ক্যালেন্ডারে আগামি উৎসব খুঁজি।
তোমাকে বলা হয় নি
তাই অবেলায় প্রসাধন ,যত্নের রূপটান,
ঘুরে ফিরে আয়না।
হে দূর
একটা অচেনা রাস্তা দেখিয়ে
বলেছিলে চল -
অভ্যস্ততা আমাকে তার খাঁচে ভরে রাখে।
নির্জন নিঃসঙ্গ মন খারাপের দিনে
অনুতাপ শুধুই স্মৃতির পরিক্রমা এনে
ফিরে যায় শুভাকাংখ্যায়।
আধিভৌতিক কোন শব্দের মত অন্ধকারে
অজানা দীর্ঘশ্বাস অপেক্ষার গল্প বলে যায়
অলৌকিক সুরে।
হে দূর ,
আশ্চর্য আলোর মত হেসে
ক্ষমার প্রশ্রয়ে থেকো প্রবণতা হয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন