মেখলা সেনের দুটি কবিতা
প্রশ্নোত্তর
কতটা ক্ষয় পেলে ক্ষয়হীন হওয়া যায়?
এক জীবনে কতটা সমাপ্তি জেগে থাকলে
দীর্ঘজীবী হই আমরা?
কতটা দগ্ধ হতে হতে আপাদমস্তক
আগুন হয়ে উঠি নিজেই?
ঠিক কতটা গভীর ক্ষত, প্রকৃত
অক্ষত হওয়ার প্রতিশ্রুতি লিখে রাখে?
আরও কতদূর রাস্তা জরিপ করে
অচেনা এক রাস্তা হয়ে যায় এই দুটো পা?
মুছে গেলে এ সমস্ত প্রশ্নচিহ্ন,
উত্তর দিও, নিখোঁজ ডাকবাক্সে!
কিছুটা স্বভাবের মতো
জানালার পাশে বসলে হঠাৎ আলো
নামছে সময় ছকভাঙা রাস্তায়
জল পোহানোয় বৃষ্টি ছাতার বুকে
রোদ্দুর রঙে অপেক্ষাদের ঝড়...
মেঘেদের থেকে ধার নিয়ে সংলাপ
দু চোখের নীচে সম্ভাবনার মতো
লিখে নাও স্রোত এরপর যতবার
খুঁজেছো ততোই ঘরপোড়া অন্তর।
প্রত্যেকবার স্রোতজন্মের মতো
জলের মন্ত্রে স্বপ্ন বুনতে শেখা..
প্রত্যেকবার ফুরিয়ে যাওয়ার শেষে
জন্ম জিতুক সংখ্যা বাড়ার পর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন