ঝুমকা রায়ের কবিতা
ছবিঃ এডওয়ার্ড মুঙ্ক
অন্বেষণ
সত্যির ভালো আর ভালোর সত্যি নিয়ে
লোফালুফি খেলা চলে |
ভালো গলে পড়ে যায়, হায় -
কখনো বা সত্যি গলে পড়ে |
শেষ আলোতে বলেই এত সুর
শেষ আলোতে বলেই এত ভয়!
অবচেতন
এসব স্বপ্ন তার ঝড়ের গানের সুর-
নিকোনো উঠোনে এসে ভোররাতে,
চলে যায় তছনছ করে |
দিন আসে, দিন শেষ হয়,
তাগায় বাঁধা মাদুলিটায় হাত বুলিয়ে
বারবার মনে করাতে হয়-
ভুলো না যেন, তুমিই আমার সব |
উত্তরণ
ক্রমশই সরে যায় সব নৈপুণ্য থেকে |
পরিপাটি ক্ষমতার
ইস্পাতদুর্গ থেকে চুপিসাড়ে পালিয়ে-
ঝুপ করে নিচে পড়ে
ঝোপঝাড়, আগাছার শুকনো গদীতে |
ধুলোর ওম মেখে
ভালো করে দেখে চারপাশ |
মাটির সঙ্গে গা সেঁটে এই প্রথম -
এই প্রথম, বেশ ভালো বোধ হয় |
বাদামি বেজীর গায়ে
বিকেলের রোদ যেন!
একেবারে মনমতো রঙ ঠিকরায় |
Khub bhalo laglo...
উত্তরমুছুন