বিস্মৃতির পাতা থেকে রবীন আদকের কবিতা সুখ-দুঃখ বুকের গভীরে কিছু দুঃখ থাকে সব মানুষেরই চোখের পাতার নিচে জল বুকের ভিতরে এক পবিত্র সমাধি গহন শীতল। বহতা হারালে নদী বালির বিস্তারে শুয়ে থাকে চোখের পাতায় ফল্গুধারা, বালি সরালেই জল অশ্রুর কিনারা। আমরা সবাই তবু সুখ নামে শুকপাখি পুষি ছোলা-ছাতু তুলে দিই দাঁড়ে এবং ভাঁড়ারে যখন থাকেনা কিছু প্রাচীন দুঃখের কাছে যাই পাখি পিছু ডেকে বলেঃ কোথায় যাচ্ছ হে? পাপে,পূন্যে,মোহে নিরুত্তর হেঁটে যাই পুরাতন অস্তিত্বের কাছে মজা নদী জেগে ওঠে, সমাধির নিচে রাখি ফুল সুখ-দুঃখ কাঁপে যেন চোখের পাতায় ...
খোঁজ/ Quest
সাহিত্য ব্লগজিন