শুভ্রা মুখার্জীর কবিতা ছবিঃ নির্বাণ বন্দ্যোপাধ্যায় মায়া সভ্যতার লিপি ১ এভাবে দুপায়ে জল ছিটিয়ে ফিরে আসার কথা ক'জন মনে রাখে বলো পদ্যগুলি কথকতা কেন্দ্রিক স্থানীয় সংবাদে লেগে থাকে হাঁসের পায়ের ছাপ অতি অল্প হলেও সমস্ত জলজ স্বপ্নের গায়ে জড়িয়ে থাকে বেয়াড়া আঁশটে গন্ধ সময় ভালো নয় এইটুকু বলে তুমি স্বপ্নের শরীর থেকে সোনারঙ আঁশ বেছে নিতে নিচু হলে বালিঘড়ি শুভেচ্ছা বাজায় মায়া আকাশের থেকে ভেসে আসে সন্তদের গান ২ কেন যে লিখিত গল্পের মতো হয়ে যেতে চাও সুরম্য ঘূর্ণির গায়ে ছোট ছোট কাঁচফুল লেগে থাকে অনর্থক খুলে পড়ে যায় রঙদার অতীত থেকে ক্রমান্বয়ে উঠে আসে বুড়ো সিংহের মাথা যক্ষ্মীর খুবলানো স্তন পাঁচিলের অযথা বিষাদ পকেটে বিষাদ ছাড়া আর কিছু নেই বলে একা শ্যাওলার সাথে চাঁদের কথন দৃশ্য অতিদ্রুত সংকুচিত হয়ে আসে অলস দোকানের ঝাঁপে মিহি সুতোর সন্ধে নামে নিকানো শূণ্যতার মতো লাল রুমালের নিচে গল্পের কাহিনী অংশ ৩ যে রাস্তায় অল্প হেঁটে বাকিট...
সাহিত্য ব্লগজিন